মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে গত শনিবার স্থানীয় পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মী সমাবেশে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।
জাতীয়তাবাদী শ্রমিক দলের জেলা সভাপতি অ্যাডঃ কাজী আমিরুল ইসলাম ফকুর সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের আহবায়ক সুমন ভুইয়া, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল, আবু সুফিয়ান সুজা, কুদ্দুস মোড়ল, শাহজালাল সরকার, সামছুল আলম বকসী, ফিরোজ মন্ডল, তৌহিদ হক্কানী, শামীম চৌধুরী, আব্দুল মান্নাফ সরকার প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক হুনান হক্কানী।