মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০:০০ অপরাহ্ন

জলবায়ুর পরিবর্তন বিষয়ক সভায় ৬ এমপিঃ কৃষির ব্যাপক সম্ভাবনা থাকায় কৃষি শিল্প স্থাপন ও সম্প্রসারণ জরুরী

জলবায়ুর পরিবর্তন বিষয়ক সভায় ৬ এমপিঃ কৃষির ব্যাপক সম্ভাবনা থাকায় কৃষি শিল্প স্থাপন ও সম্প্রসারণ জরুরী

স্টাফ রিপোর্টারঃ জলবায়ুর করনীয় পরিবর্তন বিষয়ক এক মতবিনিময় সভা গতকাল বুধবার গাইবান্ধা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় সংসদের পররাষ্ট্র ও জলবায়ু পরিবর্তন বিষয়ক স্থায়ী কমিটির সদস্য নাইম রাজ্জাক এমপির সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি, সেলিম আলতাফ এমপি, আহসান আদিলুর রহমান, আদিলুজ্জামান এমপি, আনোয়ারুল আবেদীন খান এমপি, জেলা প্রশাসক মোঃ আবদুল মতিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সহ-সভাপতি ফরহাদ আব্দুল্যাহ হারুন বাবলু, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ সারোয়ার কবীর, গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, সাদুল্যাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহরিয়া খান বিপ্লব, ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ, গাইবান্ধা পৌর মেয়র মোঃ মতলুবর রহমান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু রায়হান, কৃষি সম্প্রসারণ বিভাগের নির্বাহী প্রকৌশলী বেলাল উদ্দিন, প্রতীকি যুব সংসদের চেয়ারপার্সন আমিনুল ইসলাম, ইয়ুথনেট ফর ফ্লাইমেটের সমন্বয়ক সোহানুর রহমান, দ্যা আর্থ সোসাইটির মায়িশা নোশিন, গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি কেএম রেজাউল হক, প্রধান উপদেষ্টা গোবিন্দলাল দাস, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবেদুর রহমান স্বপন, সাংবাদিক হেদায়েতুল ইসলাম বাবু, আফতাব হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, জলবায়ু প্রবাহের কারণে এ জনগোষ্ঠীর উপর বিশাল প্রভাব পড়ছে। এখনই সময় সমন্বিত উদ্যোগের মাধ্যমে জলবায়ুর ক্ষতির হাত থেকে রক্ষা করতে সরকারের পাশাপাশি বেসরকারী উদ্যোগকে কাজে লাগাতে হবে।

Thank you for reading this post, don't forget to subscribe!

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com