শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৭ অপরাহ্ন

চীনের ১০০০ শয্যার হাসপাতাল গাইবান্ধায় স্থাপনের দাবি

চীনের ১০০০ শয্যার হাসপাতাল গাইবান্ধায় স্থাপনের দাবি

স্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশের সঙ্গে চীনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে নির্মিতব্য ১০০০ শয্যা বিশিষ্ট হাসপাতালটি গাইবান্ধায় নির্মাণের দাবি জানিয়েছেন সাধারণ ছাত্র-জনতা। এ লক্ষ্যে গতকাল শনিবার গাইবান্ধা পৌর শহীদ মিনার চত্বরে সংহতি সভার আয়োজন করা হয়। সভায় জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহম্মদ উপস্থিত ছিলেন।
চীনের উপহারের হাসপাতালটি গাইবান্ধায় স্থাপনের দাবিতে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিক, সাধারণ সম্পাদক মোঃ মাহামদুুন্নবী টিটুল, সিভিল সার্জন ডাঃ মোঃ রফিকুজ্জামান, ডাঃ ফেরদৌস হোসেন মঞ্জু, আলমগীর কবীর বাদল, প্রেসক্লাব সভাপতি অমিতাভ দাশ হিমুন, জেলা বিএমএ-এর সভাপতি ডাঃ আসাদুজ্জামান সাজু, মকসুদার রহমান শাহান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ সরকার, ফয়সাল কবির রানা, ফেরদৌস ইসলাম রুম্মন, খন্দকার জাকারিয়া জিম প্রমুখ। সভা পরিচালনা করেন ছাত্র-জনতার পক্ষে ফিহাদুর রহমান দিবস।
বক্তারা বলেন, দেশের সবচেয়ে অবহেলিত জেলা গাইবান্ধা। এখানে কোনো কলকারখানা নেই। নেই কর্মসংস্থানের কোনো সুযোগ। এখানকার সাধারণ মানুষকে উন্নত চিকিৎসার জন্য রংপুর ও ঢাকায় যেতে হয়। গাইবান্ধায় ১০০০ হাজার শয্যা বিশিষ্ট হাসপাতাল ও আনুষাঙ্গিক অবকাঠামো নির্মাণে যথেষ্ট জায়গা রয়েছে। এখানে বাংলাদেশ-চীন মৈত্রীর হাসপাতালটি নির্মিত হলে বৃহত্তর রংপুরের মানুষ উপকৃত হবে।

 

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com