সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৫ অপরাহ্ন

চাপাদহ বালুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে মাদক বিরোধী অনুষ্ঠান

চাপাদহ বালুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে মাদক বিরোধী অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার : গাইবান্ধার সদর উপজেলার চাপাদহ বালুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে মাদক, বাল্যবিয়ে, ইভটিজিং, মোবাইলের অপব্যবহার এবং কিশোর গ্যাং বিরোধী এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল সোমবার বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে অনুষ্ঠানটির আয়োজন করেন সাংবাদিক ময়নুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদা আকতার ও আয়োজক ময়নুল ইসলাম। আলোচনা অনুষ্ঠানে মাদক, বাল্যবিয়েসহ মোবাইল, কিশোর গ্যাং ও ইভটিজিং এর কুফল সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচকরা বলেন বর্তমান যুগে মোবাইলের প্রয়োজনীয়তা অনস্বীকার্য, কিন্তু এর অপব্যবহার দিনদিন ভয়ংকর হয়ে উঠছে। এসব সম্পর্কে সচেতন থাকার অনুরোধ জানান আলোচকরা। অনুষ্ঠানের আয়োজক ময়নুল ইসলামকে ধন্যবাদ দেন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। আলোচনা অনুষ্ঠানে শিক্ষার্থীরা দেশগান ও গ্রামীণ গীত পরিবেশন করে। গান ও গীত পরিবেশনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান শিক্ষক মাহমুদা আকতার, সহকারী শিক্ষক ওবায়দুর রহমান। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম, সহকারি শিক্ষক মোঃ রেজাউল করিম, মোঃ আমিনুর রহমান, মোঃ এজাজুল হক, মোঃ আজম আলী ও আম্বিয়া বেগম।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com