রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: চট্টগ্রাম বন্দর রক্ষা, রাখাইনে করিডোর দেওয়ার ষড়যন্ত্র বন্ধসহ জাতীয় সম্পদ ও সার্বভৌমত্ব রক্ষার দাবিতে দুই দিনের রোড মার্চ কর্মসূচিকে সংহতি জানিয়ে মিছিল করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি, গাইবান্ধা জেলা শাখা। গতকাল শনিবার সিপিবির কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ ও সম্পাদক রাগীব হাসান মুন্নার নেতৃত্বে একটি মিছিল গাইবান্ধা শহর প্রদক্ষিণ করে।
স্থানীয় পদক্ষেপ নাট্য সংগঠনের মিলনায়তন থেকে মিছিলটি বের হয়। মিছিল পূর্ব সমাবেশে নেতৃবৃন্দ বলেন, নিউমুরিংসহ চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনা বিদেশিদের হাতে দেওয়া চলবে না।
মিছিল শেষে পদক্ষেপ মিলনায়তনে জেলা সিপিবির সাধারণ সভা অনুষ্ঠিত হয়। জেলা সিপিবির সভাপতি অ্যাডঃ শাহাদাত হোসেন লাকুর সভাপতিত্বে সাধারণ সভায় বক্তব্য দেন পার্টির কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক কমরেড মিহির ঘোষ, কেন্দ্রীয় কমিটির সম্পাদক কমরেড রাগীব আহসান মুন্না, জেলা কমিটির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, সহ-সাধারণ সম্পাদক আ্যাড, মুরাদজামান রব্বানী, সম্পাদকমণ্ডলীর সদস্য গোলাম রব্বানী মুসা প্রমুখ।