মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৬ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: গাইবান্ধা সদর উপজেলার অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মৎস্যজীবী দলের সদর উপজেলা শাখার সম্পাদক শফিকুল ইসলাম সোহেলকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।
গত সোমবার গাইবান্ধা সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নের দক্ষিণ ঘাগোয়া নামক স্থানে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। এসময় বালু উত্তোলনের একটি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত শফিকুল ইসলাম সোহেল গাইবান্ধা সদরের উত্তর ঘাগোয়া মধুপুর গ্রামের মৃত নুরুন্নবী সরকার নান্নু মিয়ার ছেলে। গাইবান্ধার সেনাক্যাম্পের মেজর আব্দুল্লাহ আল সাঈম বলেন, গ্রেফতার সোহেলকে মেশিনসহ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম খন্দকার জানান, সোহেলের বিরুদ্ধে বালু ও মাটি ব্যবস্থাপনা আইনে একটি মামলা দায়ের হয়েছে।