মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৪ অপরাহ্ন
গোবিন্দগঞ্জ প্রতিনিধি: গোবিন্দগঞ্জে আট কেজি গাঁজাসহ সাজু মিয়া (২০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার বিকেলে গোবিন্দগঞ্জ পৌর শহরের চারমাথা মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার সাজু মিয়া কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার নাওভাঙ্গা ইউনিয়নের গোরক মন্ডপ (নামাটারি) গ্রামের জামাল হোসেনের ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, ওই সময় গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ পৌর শহরের চারমাথা মোড়ে ডাচ-বাংলা ব্যাংকের সামনে ঢাকা-রংপুর মহাসড়কের ওপর মাদকবিরোধী অভিযানে বগুড়াগামী একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় মোটরসাইকেলের সিট কাভারের নিচে ও ট্যাংকির ভেতরে বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় আট কেজি গাঁজা দেখতে পেয়ে মোটরসাইকেল আরোহী সাজু মিয়াকে গ্রেফতার করে পুলিশ।