সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম

গোবিন্দগঞ্জ সাবেক এমপিসহ ৪৯ জনের বিরুদ্ধে মামলা

গোবিন্দগঞ্জ সাবেক এমপিসহ ৪৯ জনের বিরুদ্ধে মামলা

গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার ঘটনায় গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ, সাবেক উপজেলা চেয়ারম্যান শাকিল আকন্দ বুলবুল ও সাবেক পৌর মেয়র মুকিতুর রহমান রাফিসহ ৪৯ জনের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী মামুন খান এই মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা আরো ২শ’ জনকে আসামী করা হয়েছে। এ ছাড়াও মামলায় উল্লেখ্যযোগ্য আসামীরা হলেন- সাবেক পৌর কাউন্সিলর শাহিন আকন্দ, কামারদহ ইউপি চেয়ারম্যান তৌকির হাসান রচি, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক ফরহাদ আকন্দসহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মামলার এজাহারে মামুন খান উল্লেখ করেন, গোবিন্দগঞ্জে কোটা সংস্কার আন্দোলনকে নস্যাৎ করার জন্য স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ষড়যন্ত্রে লিপ্ত হয়। এর অংশ হিসেবে গত ১৭ জুলাই বুধবার বিকাল ৪টার দিকে গোবিন্দগঞ্জ পৌরসভার সাফিয়া আছাব বিপিএড কলেজ মাঠ থেকে বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলনের ডাকে ৭/৮ শ’ ছাত্র জনতা-একটি প্রতিবাদ মিছিল নিয়ে গোবিন্দগঞ্জ পৌরশহরে প্রবেশ করে ঢাকা-রংপুর মহাসড়ক দিয়ে যাওয়ার সময় রাজমতি সুপার মার্কেটের সামনে পূর্ব-পরিকল্পনা অনুযায়ী এজাহার নামীয় আসামিগণসহ অজ্ঞাতনামা আসামীরা লাঠি, লোহার রড, দেশীয় পিস্তল, রাম-দা, চাইনিজ কুড়াল, চা-পাতি, বার্মিজ চাকু, হকিস্টিক, ইট ও পাথরের টুকরা ভর্তি চটের ব্যাগ নিয়ে অতর্কিতভাবে নিরীহ আন্দোলনকারীদের উপর হামলা চালায় এবং তাদের মোবাইল ফোনসহ মূল্যবান জিনিষপত্র নিয়ে যায়।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ আ.ফ.ম. আছাদুজ্জামান আসাদ বলেন, একজন শিক্ষার্থী বাদী হয়ে ৪৯ জনের নাম উল্লেখ করে এবং ১৫০-২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে থানায় মামলা দিয়েছে। মামলার তদন্ত সাপেক্ষে পরবতীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com