শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৮ অপরাহ্ন
গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের নিউজ তৈরির সুবিধার্থে ল্যাপটপ প্রদান করলেন বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য ডঃ শামীম কায়ছার লিংকন।
গত শুক্রবার সন্ধ্যায় ল্যাপটপ প্রদান উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রেস ক্লাব সভাপতি রবিউল কবির মনুর সভাপতিতে ও সাধারণ সম্পাদক শওকত জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত সভায় আলোচনায় অংশ নেন সাবেক এমপি ড. শামীম কায়ছার লিংকন, প্রেস ক্লাবের সাবেক সভাপতি যথাক্রমে কৃষ্ণ কুমার চাকী ও জাহিদুর রহমান প্রধান টুকু, যুগ্ম সম্পাদক শামীম রেজা ডাফরুল, সাংগঠনিক সম্পাদক এবিএস লিটন, আতিকুর রহমান আতিক, হাবিবুর রহমান আকন্দ, ফারুক হোসেন ছন্দ, বিষ্ণু নন্দী ও রবিউল হাসান বিপ্লব প্রমুখ।
আলোচনা সভা শেষে সাবেক এমপি ডঃ শামীম কায়ছার লিংকন গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবের কর্মকর্তাদের হাতে ল্যাপটপ তুলে দেন।