সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৩ অপরাহ্ন
গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির এক জরুরী সভা গত বুধবার সন্ধ্যায় ক্লাবের হলরুমে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি রবিউল কবির মনু। সভার শুরুতেই প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি জাহিদুর রহমান প্রধান টুকু’র প্রস্তাবে প্রেস ক্লাবের ৫জন প্রয়াত সদস্য যথাক্রমে মরহুম নিজাম উদ্দিন প্রধান, মোহাম্মদ হোসেন ফকু, সহকারি অধ্যাপক তাপস দেব, জাহিদুর রহমান জাদু এবং মোস্তাকিনুর রহমান মবিনের রুহের মাগফিরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়। প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হাজী শওকত জামানের উপস্থাপনায় অনুষ্ঠিত জরুরী সভায় বক্তব্য রাখেন প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মঞ্জুরুল হক সেলিম, সাবেক সভাপতি খোকন আহম্মেদ, কৃষ্ণ কুমার চাকী, গোপাল মোহন্ত, জাহিদুর রহমান প্রধান টুকু, মঞ্জুর হাবিব মঞ্জু, সহকারি অধ্যাপক রাহেনুল হক সরকার প্রমুখ ।