সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৩ পূর্বাহ্ন
গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা গত বুধবার দুপুরে ক্লাব ভবনে অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাব সভাপতি গোপাল মোহন্তের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাসেল কবিরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মনঞ্জুরুল হক সেলিম, সাবেক সভাপতি জাহিদুর রহমান প্রধান টুকু, সাবেক সভাপতি খোকন আহম্মেদ, সাবেক সাধারণ সম্পাদক রাহেনুল হক সরকার, সাংবাদিক শামীম রেজা ডাফরুল, তাহেদুল ইসলাম, বিষ্ণু নন্দী, আতিকুর রহমান আতিক প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে সভাপতি পদে রবিউল কবির মনু (দৈনিক ইনকিলাব ) এবং শওকত জামানকে (দৈনিক নয়া দিগন্ত ) সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট দ্বি-বার্ষিক কার্যনির্বাহী পরিষদের কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন- সিনিয়র সহ সভাপতি জাহিদুর রহমান প্রধান টুুকু (দৈনিক আমারদেশ, দৈনিক বগুড়া), সহ সভাপতি মঞ্জুর হাবীব মঞ্জু ( দৈনিক জনকন্ঠ), যুগ্ম সম্পাদক শামীম রেজা ডাফরুল ( দৈনিক প্রতিদিনের সংবাদ), যুগ্ম সম্পাদক তাহেদুল ইসলাম ( দৈনিক দুরন্ত সংবাদ ), সাংগঠনিক সম্পাদক এবিএস লিটন ( দৈনিক যায়যায়দিন), কোষাধ্যক্ষ হাবিবুর রহমান আকন্দ ( দৈনিক সংবাদ কনিকা), দপ্তর সম্পাদক আতিকুর রহমান আতিক ( দৈনিক মুক্তবার্তা), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক বিষ্ণু নন্দী ( দৈনিক রংপুর চিত্র), ক্রীড়া সম্পাদক ফারুক হোসেন ছন্দ ( দৈনিক সকালের আনন্দ ), সদস্য কৃষ্ণ কুমার চাকী (এনটিভি), গোপাল মোহন্ত ( দৈনিক করতোয়া ), রাহেনুল হক সরকার ( দৈনিক যুগের আলো) ও রাসেল কবির (মোহনা টিভি)।