বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫২ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গোবিন্দগঞ্জ পৌর বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার দুুপুরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন রংপুর বিভাগীয় সহ সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম।
এতে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খলেক,
প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপি’র সভাপতি অধ্যাপক ডাঃ ময়নুল হাসান সাদিক।
এরপর দলীয় কার্যালয়ের ক্যাম্পাসে সম্মেলন উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় পৌর বিএনপি’র আহবায়ক রবিউল কবির মনু’র সভাপতিত্বে এবং সদস্য সচিব মোঃ আবু জাফর লেলিনের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ও প্রধান বক্তা ছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন রজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল, উপজেলা বিএনপি’র আহবায়ক ফারুক আহমেদ, জেলা বিএনপি’র সহ সভাপতি রেজানুল হাবিব রফিক, সাবেক উপজেলা চেয়ারম্যান জেলা বিএনপি’র সহ সভাপতি ফারুক কবির আহমেদ, জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন দীপু। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ও রাখাল বুরুজ ইউপি চেয়ারম্যান হাসানুল হক চৌধুর ডিউক সহ জেলা উপজেলা ও পৌর বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। পরে দ্বিতীয় সেসনে কাউন্সিল অধিবেশনে পৌর বিএনপি’র কাউন্সিলরা অংশ গ্রহণে ভোট গ্রহণ শুরু করা হয়।