রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪২ অপরাহ্ন
গোবিন্দগঞ্জ প্রতিনিধি : অবশেষে বিভিন্ন মহলের দাবীর প্রেক্ষিতে গোবিন্দগঞ্জ পৌরসভায় পানি সরবরাহ কার্যক্রম পরিচালনার জন্য অস্থায়ী পদে আজকের নিয়োগ পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। গোপনে নাম সর্বস্ব পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে গত বৃহস্পতিবার উক্ত নিয়োগ পরীক্ষার পূর্ব নির্ধারিত তারিখ ছিল।
জানা গেছে, গোবিন্দগঞ্জ পৌর কর্তৃপক্ষ অত্যন্ত গোপনে নাম সর্বস্ব একটি পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। পৌরসভার পানি সরবরাহ কার্যক্রম পরিচালনার জন্য আউটসোর্সিং পদ্ধতিতে ৪টি পদে ১২ জনের অস্থায়ী ভিত্তিতে ৫ বছর মেয়াদে গত বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য জনবল নিয়োগ পরীক্ষা বাতিল করার জন্য গোবিন্দগঞ্জ সচেতন নাগরিক সমাজসহ বিভিন্ন স্তরের লোকজন দাবী জানিয়ে আসছিল। গোবিন্দগঞ্জ পৌর কর্তৃপক্ষ ৭ মাস আগে গত ১২ ফেব্রুযারি নাম সর্বস্ব একটি আঞ্চলিক সংবাদপত্রে অত্যন্ত গোপনীয়তার মাধ্যমে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে । এতে ২০ জন চাকুরী প্রত্যাশী আবেদন করলেও তাদের মধ্য থেকে পরিকল্পিতভাবে ৪ জনকে বাদ দিয়ে পৌর কর্তৃপক্ষের পছন্দের ১৬ জনকে নিয়ে ১৪ সেপ্টেম্বর নিয়োগ পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়। অনিয়মতান্ত্রিকভাবে গোপনে নাম সর্বস্ব আঞ্চলিক পত্রিকায় প্রকাশিত এই নিয়োগ পরীক্ষা অবিলম্বে বাতিল করে বহুল প্রচারিত জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকায় নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের জন্য পৌর প্রশাসকের নিকট জোর দাবী জানানো হয়। এসব দাবীর প্রেক্ষিতে অবশেষে গত বৃহস্পতিবারে অনুষ্ঠিতব্য নিয়োগ পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে।
নিয়োগ কমিটির সভপতি গোবিন্দগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী ফয়জুল ইসলাম আজকের অনুষ্ঠিতব্য পূর্বনির্ধারিত নিয়োগ পরীক্ষা স্থগিত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, বিভিন্ন মহলের দাবীতে এই নিয়োগ পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে।