রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৮ পূর্বাহ্ন

গোবিন্দগঞ্জ দুই হ্যাকারের বাড়ি থেকে ২৩৭৪ সিম কার্ড উদ্ধার

গোবিন্দগঞ্জ দুই হ্যাকারের বাড়ি থেকে ২৩৭৪ সিম কার্ড উদ্ধার

গোবিন্দগঞ্জ প্রতিনিধি : গোবিন্দগঞ্জে হ্যাকার চক্রের দুই সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ২৩৭৪ সিম কার্ড জব্দ করেছে যৌথবাহিনী। সেই সঙ্গে আটক করে কারাদণ্ড দেওয়া হয়েছে ওহেদুল ইসলাম (৩৯) ও মামুন মিয়া (৩৭) নামে দুজনকে। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন কোম্পানির ২৩৭৪টি সিম কার্ড, ল্যাপটপ, সিসি ক্যামেরা ও নগদ ছয় লাখ ৩০ হাজার টাকাসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটক ওহেদুল ইসলাম ও মামুন মিয়াকে ৫০ হাজার টাকা করে জরিমানা ও ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত ওহেদুল ইসলাম গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের উত্তর সিংগা গ্রামের রমজান আলীর ছেলে ও মামুন মিয়া একই গ্রামের মধু মিয়ার ছেলে। গতকাল বুধবার সকাল ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক গোবিন্দগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান এ দণ্ড দেন। ভ্রাম্যমাণ আদালতে হাজিরের পর ওহেদুল ও মামুন হ্যাকার চক্রের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন এলাকার বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধীসহ অন্যান্য সরকারি ভাতাভোগীদের মোবাইল ফোনের সিম কার্ড হ্যাক করে প্রতিমাসে লাখ-লাখ টাকা হাতিয়ে নিয়ে আসছিলেন। এর আগে, গতকাল বুধবার সকাল ৮টা পর্যন্ত হ্যাকার ওহেদুল ও মামুনের বাড়িতে অভিযান চালায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথবাহিনী। ক্যাপ্টেন রুবায়েত ইসলামের নেতৃত্বে গত মঙ্গলবার মধ্যরাতে এ অভিযান শুরু করা হয়। অভিযানে তাদের বাড়ি থেকে বিভিন্ন কোম্পানির ২৩৭৪ টি সিম কার্ড, দুটি সিসি ক্যামেরা, একটি রাউটার, একটি ল্যাপটপ, সাতটি মোবাইল ফোন, ভাতাভোগীদের সিম কার্ডের পিন কোডের চারটি রেজিস্ট্রার ও নগদ ছয় লাখ ৩০ হাজার টাকা জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ওসি মোঃ বুলবুল ইসলাম বলেন, অভিযানে বিপুল সংখ্যক সিম কার্ডসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ওহেদুল ইসলাম ও মামুন মিয়াকে জেল-জরিমানা করা হয়েছে। দণ্ডপ্রাপ্তদের গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

 

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com