মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৮ পূর্বাহ্ন
গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জ উপজেলা জাতীয় পার্টির ত্রি-বার্ষিক সম্মেলন গতকাল শনিবার অনুষ্ঠিত হয়। সম্মেলনে ৩য় বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন অধ্যক্ষ আলহাজ্ব কাজী মোঃ মশিউর রহমান। এ ছাড়াও সাধারণ সম্পাদক পদে আলহাজ্ব আব্দুল রাজ্জাক মন্ডল এবং সাংগঠনিক সম্পাদক পদে আলহাজ্ব আবুল কালাম আজাদ নির্বাচিত হয়েছেন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা জাতীয় পার্টির সভাপতি সরওয়ার হোসেন শাহিন। এ উপলক্ষে ওই দিন দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলা জাতীয় পার্টির কার্যলয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আলহাজ্ব কাজী মশিউর রহমান। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেললনের উদ্বোধন করেন গাইবান্ধার জেলা জাতীয় পার্টির দপ্তর সম্পাদক নুরুল ইসলাম নাদুয়া। জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান আতিকের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সহসভাপতি হাসান কবির তোতা, যুগ্ম সম্পাদক নূরুন্নবী সরকার মিঠুল ও আসাদুজ্জামান শাহিন ও সহ- সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।