সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৭ অপরাহ্ন
গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ জাতীয় পার্টি গোবিন্দগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে।
সম্মেলন প্রস্তুতি কমিটিতে আহ্বায়ক মনোনীত হয়েছেন জাতীয় পার্টি গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ কাজী মশিউর রহমান এবং আলহাজ্ব আব্দুর রাজ্জাক মন্ডলকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে। জাতীয় পার্টি গাইবান্ধা জেলা শাখার সভাপতি সারোয়ার কবির শাহিন কর্তৃক অনুমোদিত ৫১ সদস্য বিশিষ্ট এ সম্মেলন প্রস্তুতি কমিটিতে যুগ্ম আহ্বায়ক হয়েছেন- হাজী আবুল কালাম আজাদ, নূরুল ইসলাম, মেহেদুল ইসলাম মন্ডল, সাবেক ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম, আহসানুল হক রুবেল, আব্দুল করিম মন্ডল, আব্দুল জলিল, হাজী আব্দুস ছোবহান বাদশা ও জয়দুল ইসলাম জীবন।