রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩১ পূর্বাহ্ন
গোবিন্দগঞ্জ প্রতিনিধি: গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ৮০ সালের ব্যাচের ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান দিনভর বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার বেলা ১১টায় গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান ভবন চত্বরে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোকারম হোসেন রানা এবং বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রক্তন সহকারী শিক্ষক কাজী গোলাম বিএসসি, প্রাক্তন সহকারি শিক্ষক নকুল চন্ত্র রায়। বিদ্যালয়ের ৮০ ব্যাচের প্রাক্তন ছাত্র ও অবসর প্রাপ্ত কাষ্টমস অফিসার ফিরোজ কবিরের সভাপতিত্বে এবং প্রাক্তন শিক্ষার্থী প্রভাষক দিপক কুমার করের সঞ্চালনায় পুণর্মিলনী সভায় শুভেচ্ছা বক্তব্য রাখন ৮০ ব্যাচের মেধাবী ছাত্র শিশু বিশেষজ্ঞ ও নীলফামারী মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডাঃ সুজা উদ দ্দৌলা। এছাড়াও স্মৃৃতিচারনমূলক বক্তব্য রাখেন ৮০ ব্যাচের ছাত্র প্রাক্তন প্রধান শিক্ষক শাহীনুল ইসলাম ছকু, প্রাক্তন শিক্ষক মোস্তফিজুর রহমান, প্রাক্তন সহযোগি অধ্যাপক রাহেনুল হক সরকার, বিশিষ্ট সাংবাদিক শামীম রেজা ডাফরুল, বিশিষ্ট সাংস্কৃতিককর্মী আবুল কালাম আজাদ, রাজমতি সুপার মার্কেটের ব্যবসায়ি মালিক সমিতির সভাপতি আবু বক্কর সিদ্দিক প্রমুখ।