বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০২:৫০ অপরাহ্ন

গোবিন্দগঞ্জে ৩ দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন

গোবিন্দগঞ্জে ৩ দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন

গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জে ৩ দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এই মেলার উদ্বোধন করেন। এ উপলক্ষে কুঠিবাড়ী ঈদগাহ মাঠে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি প্রধান আতাউর রহমান বাবলু, সহসভাপতি কামারদহ ইউপি চেয়ারম্যান সৈয়দ শরিফুল ইসলাম রতন ও উপজেলা ভাইস চেয়ারম্যান শরিফুল ইসলাম সরকার তাজু।
বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ এ কে এম মেহেদী হাসান, উপজেলা কৃষি অফিসার খালেদুর রহমান, উপজেলা প্রকৌশলী আব্দুল লতিফ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন বর্মকর্তা জহিরুল ইসলাম, আব্বাস আলী. মোরতোবা আলী মানিক ও মোশাররফ হোসেন, মশিউর রহমান, শফিকুল ইসলাম, মোস্তাফিজুর রহমান মুকু, গোবিন্দগঞ্জ প্রেসক্লাব সভাপতি গোপাল মোহন্ত, সাধারণ সম্পাদক জাহিদুর রহমান প্রধান টুকু প্রমুখ। মেলায় বিভিন্ন ফলদ বৃক্ষের মোট ১৮টি ষ্টল অংশ গ্রহণ করেছে। এবারের প্রতিবাদ্য বিষয় ছিল’‘পরিকল্পিত ফল চাষ, যোগাবে পুষ্টি সম্মত খাবার’’। শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ মেলায় আগত স্কুল কলেজের শিক্ষাথী এবং কৃষকদের মাঝে বিভিন্ন ফলদ বৃক্ষের চারা বিতরণ করেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com