বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩২ অপরাহ্ন

গোবিন্দগঞ্জে সড়ক দুঘর্টনায় মসজিদের ইমাম নিহত

গোবিন্দগঞ্জে সড়ক দুঘর্টনায় মসজিদের ইমাম নিহত

স্টাফ রিপোর্টারঃ গোবিন্দগঞ্জ উপজেলার পৌর শহরের পশ্চিম চৌমাথা এলাকায় গতকাল শুক্রবার সকালে সড়ক দুঘর্টনায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটর সাইকেল আরোহী হাফেজ জাহিদ হাসান (৩০) নামের এক মসজিদের ইমাম নিহত হয়েছেন। নিহত জাহিদ পাশ্ববর্তী শিবগঞ্জ উপজেলার দাড়িদহ কালুগাড়ী গ্রামের ছোলায়মান আলী ছেলে।
পুলিশ ও প্রতক্ষ্যদর্শীরা জানায়, নিহত জাহিদ হাসান সকালে তার শশুর বাড়ী থেকে মোটরসাইকেল যোগে কর্মস্থল বগুড়ার দিকে যাওয়ার পথে গোবিন্দগঞ্জ পশ্চিম চৌমাথা নামক এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে একটি বিদ্যুতের পোলের সাথে ধাক্কা লেগে মাথা ও মুখ থেতলে গিয়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন। । এ বিষয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মোজাফফর হোসেন এ দুঘর্টনার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত জাহিদ হাসান বগুড়ায় একটি মসজিদে ইমামতির দায়িত্ব পালন করতেন। তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com