মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম

গোবিন্দগঞ্জে স্বামীর ওপর অভিমান করে গৃহবধুর আত্মহত্যা

গোবিন্দগঞ্জে স্বামীর ওপর অভিমান করে গৃহবধুর আত্মহত্যা

গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জে স্বামীর ওপর অভিমান করে গ্যাস ট্যাবলেট খেয়ে মঞ্জিলা বেগম (৪২) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে।
জানা গেছে, গত বৃহস্পতিবার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের ভাগকাজী (সোনার পাড়া) গ্রামের নুনু মিয়ার সাথে তার স্ত্রী মঞ্জিলা বেগমের ঝগড়া হয়। এর জের ধরে স্বামীর ওপর অভিমান করে বাড়ীর সকলের অজান্তে মঞ্জিলা গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়ে। মূমুর্ষূ অবস্থায় বাড়ীর লোকজন তাকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার পর মঞ্জিলা মারা যায়। নুনু মিয়া ও তার পরিবারের লোকজন হাসপাতাল থেকে মঞ্জিলার মরদেহ নিজ বাড়ীতে নিয়ে গিয়ে লাশ দাফনের চেষ্টা করে। কিন্তু মঞ্জিলার বাবার বাড়ীর লোকজন থানায় অভিযোগ করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি সেখান থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক ইকবাল পাশা বিষয়টি নিশ্চিত করে জানান, নুনুর পরিবারের দেয়া তথ্যের সাথে হাসপাতালের রেজিষ্ট্রার খাতায় সংরক্ষিত তথ্য গড়মিল হওয়ায় লাশ থানায় নিয়ে এসে ময়না তদন্তের জন্য গাইবান্ধা মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com