শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৮:০৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম

গোবিন্দগঞ্জে স্কুলের পাশে রাইচ মিল স্থাপন করে শিক্ষার পরিবেশ বিঘ্নের অভিযোগ

গোবিন্দগঞ্জে স্কুলের পাশে রাইচ মিল স্থাপন করে শিক্ষার পরিবেশ বিঘ্নের অভিযোগ

গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জে একটি কেজি স্কুলের পাশে রাইচ মিল স্থাপনের অভিযোগ পাওয়া গেছে। ফলে শব্দ ও বায়ু দূষণে ওই স্কুলের শিক্ষার স্বাভাবিক পরিবেশ বিঘ্নের আশংকা রয়েছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসারের বরাবরে একটি অভিযোগ দাখিল করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের ঘুগা গ্রামে প্রতিষ্ঠিত ঘুগা উত্তরণ কেজি স্কুলটির পরিচালক আব্দুল হান্নান সরকার কয়েকজন উচ্চ শিক্ষিত ও মেধাবী শিক্ষক নিয়োগের মাধ্যমে এলাকার শিক্ষার মান বৃদ্ধির লক্ষ্যে ২০১৮ সালে প্রতিষ্ঠা করে অত্যন্ত সুনামের সাথে স্কুলটি পরিচালনা করে আসছেন (যার নিবন্ধন নং ৭০৮০২০৬০৪)। এতে ঈর্ষান্বিত হয়ে গ্রামের একটি স্বার্থান্বেষী মহল স্কুলটি নিয়ে নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হয়। যার অংশ হিসেবে কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ বিনষ্ট করে স্কুলটির সুনাম ক্ষুন্ন করার অসৎ উদ্দেশ্যে ঘুগা (দক্ষিণপাড়া) গ্রামের বাদশা মন্ডলের ছেলে বাঁধন মন্ডল ওই স্কুল ঘেঁষে একটি রাইচ মিল স্থাপনের চেষ্টা করছে। এ ব্যাপারে স্কুলের পরিচালক হান্নান সরকার জানান, স্কুল ঘেঁষে রাইচ মিল স্থাপন করা হলে শব্দ ও বায়ু দূষণের ফলে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষার বিরুপ পরিবেশ সৃষ্টি হবে। তাই শিক্ষার্থীদের কথা চিন্তা করে রাইচ মিলটি যাতে স্কুল ঘেঁষে স্থাপন না করার জন্য আইনগত সুরক্ষা প্রাপ্তির লক্ষ্যে গত ৪ জুন গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি অভিযোগ দাখিল করা হয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি গুমানীগঞ্জ ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিকুল আলম সরকার বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে গ্রামকে শহরে রুপান্তর করে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে নিরলস কাজ করে যাচ্ছেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com