সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৫ পূর্বাহ্ন
গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জে দু’টি সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে চালক নিহত ও ৩ যাত্রী আহত হয়েছে। জানা গেছে, গত সোমবার রাত আনুমানিক সাড়ে ৮ টার দিকে নাকাই হাট-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের গোবিন্দগঞ্জ উপজেলার রাখাল বুরুজ ইউনিয়নের চাঁদপুর বাজার নামক স্থানে দু’টি সিএনজি’র মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি দু’টি সড়কের পাশে ছিটকে পড়ে দূর্ঘটনা পতিত হয়। দূর্ঘটনায় সিএনজির ড্রাইভার আঃ ছামাদ মন্ডল (৫৮) ঘটনাস্থলেই নিহত এবং সিএনজি’র ৩ যাত্রী গুরুতর আহত হয়। নিহত ছামাদ গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের নাওভাঙ্গা গ্রামের মৃত ছিদ্দিক মন্ডলের ছেলে। স্থানীয় লোকজন আহতদেরকে সেখান থেকে উদ্ধার করে প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয়। সেখানে তাদের অবস্থার অবনতি হওয়ায় ওই রাতেই তাদেরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।