বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৬ পূর্বাহ্ন
গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক সংসদ সদস্য মরহুম অধ্যক্ষ আব্দুল মান্নান মন্ডল স্মৃতি শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
গত শনিবার বিকেলে উপজেলার রাজাহার ইউনিয়নের বিরাট দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপি’র আহ্বায়ক ফারুক আহম্মেদ। খেলার উদ্বোধন করেন মরহুম আব্দুল মান্নান মন্ডলের সহধর্মিনী মিসেস মৌলুদা মান্নান। ঠাকুরগাঁও সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম কিবরিয়া লুল’র সভাপতিত্বে অনুষ্ঠিত খেলায় বিশেষ অতিথি ছিলেন গোবিন্দগঞ্জ পৌর বিএনপি’র আহ্বায়ক রবিউল কবির মনু, সদস্য সচিব আবু জাফর লেলিন, হাসানুর রহমান চৌধুরী ডিউক, রফিকুল ইসলাম মাস্টার ও সাজাদুর রহমান সাজু।
ফাইনাল খেলায় মোসলেমগঞ্জ একাদশকে পরাজিত করে রাজা বিরাট কিংস একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ বিজয়ী এবং বিজিত দলের খেলোয়ারদের হাতে পুরস্কার তুলে দেন।