বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০১:২২ পূর্বাহ্ন
গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জ উপজেলার আদিবাসী (সাঁওতাল) নারীকে নির্যাতনসহ তার বসত বাড়ীতে অগ্নিসংযোগের অভিযোগে দায়েরকৃত মামলার মূল আসামী বিএনপি থেকে বহিস্কৃত রাজাহার ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম মন্ডলকে (৫৫) ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
গোবিন্দগঞ্জ থানার এসআই মানিক রানা ও শাহজাহান আলীর নেতৃত্বে পুলিশের একটি দল গতকাল বুধবার সকালে ঢাকার শাহবাগের প্রীতম হোটেল থেকে তাকে গ্রেফতার করেন।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম রফিকুল চেয়ারম্যানের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে তার বিরুদ্ধে সাঁওতাল নারীকে নির্যাতনসহ বসত বাড়ীতে অগ্নিসংযোগের অভিযোগে থানায় মামলা হয়েছে।