বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫১ পূর্বাহ্ন
গোন্দিগঞ্জ প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জ থানা পুলিশ ও উপজেলার সকল ধর্মালম্বীদের নিয়ে এক সম্প্রীতি র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
গোবিন্দগঞ্জ থানা পুলিশ ও উপজেলার সকল ধর্মলম্বীদের আয়োজনে ‘সম্প্রীতির ঐক্যতানে গাহি সাম্যের গান- এই প্রতিপাদ্যের আলোকে বিভিন্ন শ্লোগানসহ গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এ র্যালীটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে থানা চৌমাথা মোড়ে এক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম, গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপি’র আহ্বায়ক ফারুক আহম্মেদ, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবুল হোসাইন সরকার, সেক্রেটারী মাওলানা আবুল কালাম আজাদ, পৌর বিএনপি’র আহ্বায়ক রবিউল কবির মনু, সদস্য সচিব আবু জাফর লেলিন, মনোয়ার হোসেন রাজু, দেবাশীষ কুমার চাকী কাজল, গোবিন্দ কুমার, রিমন কুমার তালুকদার, এ্যামিলী হেমব্রোম, সৈয়দ আল আমিন রনি, মনির হোসেন সরকার প্রমূখ।