সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৬ পূর্বাহ্ন
গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জ গোবিন্দগঞ্জ মহিলা (ডিগ্রি) কলেজের অধ্যক্ষ এ.এইচ.এম আহসান হাবীবের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতির মাধ্যমে বিপুল অংকের অর্থ আত্মসাৎ, স্বেচ্ছাচারিতা ও স্বজনপ্রীতির অভিযোগ এনে তার অফিস কক্ষে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছেন ওই কলেজের শিক্ষক-কর্মচারীরা। অবিলম্বে দুর্নীতিবাজ অধ্যক্ষের অপসারণ ও বিচার দাবি করে সংবাদ সম্মেলন করেছেন তাঁরা। গতকাল মঙ্গলবার দুপুরে কলেজের শিক্ষক মিলনায়তনে এ জনাকীর্ণ সংবাদ সম্মেলনে কলেজের সকল শিক্ষক ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কলেজের সহকারী অধ্যাপক রাশেদ হায়দার আপেল ও সহকারী অধ্যাপক শহিদুল কবির লেবু। লিখিত বক্তব্যে গোবিন্দগঞ্জ মহিলা (ডিগ্রি) কলেজকে দুর্নীতিবাজ অধ্যক্ষ এএইচএম আহসান হাবীব কর্তৃক গাইবান্ধা জেলার মধ্যে অনিয়ম ও দুর্নীতির শীর্ষে স্থানে নিয়ে যাওয়ার অভিযোগ করে তাঁরা বলেন, বিগত ২০২১ সালে কোভিড-১৯ অতিমারির সময়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত না হওয়ায় অব্যয়িত বোর্ড ফি এক লক্ষ ৯৭ হাজার ৬শ’ চল্লিশ টাকা ও কেন্দ্র ফি দুই লক্ষ পাঁচ হাজার ১১৫ টাকা জমা থাকে। এ টাকার মধ্যে দুই লক্ষ আটষট্টি হাজার বিতরণ দেখালেও তার কোন তালিকা দেখানো হয়নি। এর অবশিষ্ট এক লক্ষ চৌত্রিশ হাজার ছয়শ’ পনের টাকারও কোন হিসাব কজেল সংশ্লিষ্ট কাউকেই দেননি তিনি। এ ছাড়াও ২০১৬ সালের জুলাই থেকে ২০১৯ সালের জুন পর্যন্ত অডিটে ৩৩ লক্ষ তেষট্টি হাজার সাত শ’ চুয়াল্লিশ টাকাও ভূয়া ভাউচারের মাধ্যমে আত্মসাতের বিষয়টির নিষ্পত্তি না করা, চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগে উৎকোচ গ্রহণ, তাদেরকে বিভিন্ন পন্থায় হয়রানি করা এবং নিজ স্ত্রীর মাধ্যমে চলতি বছরের এইচএসসি পরীক্ষার জন্য শিক্ষার্থীদের কাছ থেকে ব্যবহারিক পরীক্ষার টাকা আদায় করে সমুদয় টাকা আত্মসাত করা এবং সম্পূর্ণ অফিস তার পকেটে উঠিয়ে তিনি সংশ্লিষ্ট কর্মচারীদের কাছ থেকে সকল ক্ষমতা কুক্ষিগত করে রাখেন বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়। তাঁরা অবিলম্বে এই দুর্নীতিবাজ অধক্ষের অপসারণ ও তাঁর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে আন্দোলন কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন।