সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৩ পূর্বাহ্ন
গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জে দশম শ্রেণির শিক্ষার্থী আনিছা খাতুনকে ধর্ষণ এবং আত্মহত্যায় প্ররোচনাকারী জিহাদ ও তার পরিবারের বিচার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে গ্রামীবাসী।
গতকাল শুক্রবার সকালে উপজেলার ডাকুমারা বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন আনিছার বাবা আনিছুর রহমান, মা রুপতারা বেগম, মামা সিমারুল ইসলাম, এলাকাবাসীর পক্ষে ফরহাদ হোসেন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, শালমারা ইউনিয়নের পচারিয়া গ্রামের জুয়েলের ছেলে জিহাদ মিয়া পচারিয়া স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী আনিছা খাতুনকে বিয়ের প্রলোভনে প্রেমের ফাঁদে ফেলে শারীরিক সম্পর্কের মাধ্যমে অন্তঃসত্ত্বা করে। এরপর আনিছা বার বার বিয়ের কথা বললে সে এড়িয়ে যায় এবং তার বাবা জুয়েল ও ডলি বেগমের পরামর্শে অন্তঃসত্ত্বা আনিছাকে গালিগালি করে এবং তাকে আত্মহত্যা করতে বলে। এরপর আনিছা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।