সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২২ অপরাহ্ন
গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জে শহীদ জুয়েল রানা মিনি স্টেডিয়ামের ভার্চুয়ালি উদ্বোধন করা হয়েছে। গতকাল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ স্টেডিয়ামের উদ্বোধন করেন।
উদ্বোধনের পরে দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলাতানা। এতে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন শহীদ জুয়েল রানার গর্বিত পিতা মমতাজুর রহমান ব্যাপারী ও মাতা জামিলা বেগম, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগীয়) অধ্যাপক আমিনুল ইসলাম, গাইবান্ধা জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ডাঃ আব্দুর রহিম সরকার, গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম, উপজেলা বিএনপি’র আহ্বায়ক ফারুক আহম্মেদ, জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক সানোয়ার হোসেন দিপু, মাওলানা আকরাম হোসাইন, শওকত জামান, মুফতি তৌহিদুল ইসলাম তুহিন, রকিব মেহবুব প্রধান আপেল, জাহাঙ্গীর আলম ডাবলু প্রমূখ।