বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩১ অপরাহ্ন
গোবিন্দগঞ্জ প্রতিনিধি : গোবিন্দগঞ্জে মামলার আসামী ধরতে গিয়ে মব সৃষ্টি করে র্যাব সদস্যদের ওপর হামলা চালিয়ে আহত করার ঘটনায় থানায় দায়েরকৃত মামলার ১৪ আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব- ১৩ গাইবান্ধা ক্যাম্পের সদস্যরা গত ১৮ জুলাই গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের চাঁদপাড়া মেকুরাই গ্রামে অপহরণ ও ধর্ষন মামলার আসামী গ্রেপ্তার করতে যায়। সেখানে ওই গ্রামের কিছু সন্ত্রাসী ব্যক্তি মব সৃষ্টি করে র্যাবের ওপর হামলা চালিয়ে ৫ র্যাব সদস্যকে আহত করে। এ ঘটনায় র্যাবের ডিএডি নায়েক সুবেদার নওশের আলী বাদী হয়ে ওই রাতেই ২৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫০/৬০ জনের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
মামলা দায়ের হওয়ার প্রায় দুই মাস পর গতকাল বুধবার মামলার ১৭ জন আসামী গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। এ সময় গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আল বিরুনী মীর আসামী পক্ষের আইনজীবীর যুক্তি তর্ক শুনে ৩ জনের জামিন মঞ্জুর করেন এবং অপর ১৪ আসামীকে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন।
গোবিন্দগঞ্জ আদালতে কর্মরত আইনজীবি এ্যাডঃ কাজী হাসান মাহমুদ মুন্না ১৪ আসামীর জেল হাজতে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।