বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৮:১৮ অপরাহ্ন

গোবিন্দগঞ্জে রাজা পেপার মিল্সের বিষাক্ত বর্জ্যে পরিবেশ বিপর্যয়ঃ কারখানা সিলগালা

গোবিন্দগঞ্জে রাজা পেপার মিল্সের বিষাক্ত বর্জ্যে পরিবেশ বিপর্যয়ঃ কারখানা সিলগালা

গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের চাঁপড়ীগঞ্জের মেসার্স রাজা পেপার এন্ড বোর্ড মিলস লিঃ এর তরল বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) না থাকায় বিষাক্ত বর্জ্যে পরিবেশ বিপর্যয় হওয়ায় অধিদপ্তরের আদেশক্রমে গত মঙ্গলবার বিকাল সাড়ে ৫ টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজির হোসেন অভিযান চালিয়ে কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ করে সিলগালা করেছেন। এ সময় ওই পেপার মিলে বিপুল পরিমান সরকারী বিক্রয় নিষিদ্ধ মাধ্যমিক অধিদপ্তরের বিভিন্ন শ্রেনীর নতুন পাঠ্য বই পাওয়া যায়। দীর্ঘ দিন যাবৎ ওই পেপার মিলের উৎপাদন সৃস্ট তরল বর্জ্য পরিশোধন ব্যাতিত কেমিক্যাল মিশ্রিত বিষাক্ত তরল বর্জ্য পাশ্ববর্তী গজারিয়া খালে করতোয়া নদীর সংযোগ খালে নিগর্মণ করা হচ্ছে। পরবর্তীতে করতোয়া নদীতে পতিত অপরিশোধিত তরল বর্জ্য পাল্প ও স্লাজ দ্বারা খাল ভরাট হয়ে পানি প্রবাহে বাঁধা সৃস্টি হচ্ছে। এ ছাড়া অপরিশোধিত তরল বর্জ্য নদীর পানির সাথে মিশে নদীর পানি দূষিত করছে। ফলে নির্বিচারে পরিবেশ দূষণ, রোগবালাইসহ ও প্রতিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। তাছাড়াও বর্জ্যের দুঃগন্ধে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ এলাকাবাসীর স্বাস্থ্য সমস্যার সৃস্টি হচ্ছে। এ সব পরিবেশ দূষণের বিরুদ্ধে আশে-পাশের শিক্ষা প্রতিষ্ঠান ও বসতি জনবল এলাকার মানুষ আন্দোলণের মাধ্যমে বিভিন্ন দপ্তরে অভিযোগসহ প্রধানমন্ত্রী বরাবরে স্বারকলিপি প্রদান করছেন। যার প্রেক্ষিতে পরিবেশ অধিদপ্তরের পরিচালক (উপসচিব) আশরাফুজ্জামান গত ২৯ আগষ্ট কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধের এ আদেশ দেন। রাতে এ অভিযান শেষে এ ব্যাপারে অভিযানে অংশ নেয়া দায়িত্ব প্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) নাজির হোসেন হোসেন জানান, এত সরকারী বই পেপার মিলের কারাখানার গুদামে কোথায় থেকে কি ভাবে এলো তা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে।এ বিষয়ে দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলে জানান।

Thank you for reading this post, don't forget to subscribe!

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com