রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৫ পূর্বাহ্ন
গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জে রংপুর ইপিজেড-গোবিন্দগঞ্জে দ্রুত বাস্তবায়নের দাবীতে গতকাল মঙ্গলবার বিকেলে গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এক মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
গোবিন্দগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগণের আহ্বানে আয়োজিত বিকেল ৫টা থেকে ঘন্টাব্যাপি পালিত এ মানববন্ধনে গণচাহিদার প্রতিধ্বনি ইপিজেড চাই এখনই, হাজার কন্ঠে একটি সুর গোবিন্দগঞ্জ চায় শিল্পের নূর, প্রাসাশন শোনো- মনোযোগ দাও ইপিজেড বাস্তবায়ন করো- দেরি আর না চাও, জেগেছে গোবিন্দগঞ্জ- এই কণ্ঠ থামবেনাসহ বিভিন্ন শ্লোগান দেয়া হয়। মানববন্ধন চলাকালে গোবিন্দগঞ্জের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বক্তব্য রাখেন। পরে একটি র্যালি গোবিন্দগঞ্জ পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।