রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৮ অপরাহ্ন
গোবিন্দগঞ্জ প্রতিনিধি : গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের বৈরাগীহাট পুলিশ ফাঁড়ির পাশে যৌথ বাহিনীর অভিযানে ১০ জন জুয়াড়িকে আটক করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে গাইবান্ধা সেনা ক্যাম্পের মেজর ইনজামামুল আলমের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে সেনাবাহিনীর পাশাপাশি স্থানীয় পুলিশ সদস্যরাও অংশ নেন। অভিযানকালে ঘটনাস্থল থেকে জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম, নগদ ১৫হাজার ৫শত ২৪ টাকা, মোবাইল ফোন ১০ টি ও সীমিত পরিমাণে মাদকদ্রব্য জব্দ করা হয়। আটককৃত জুয়াড়িরা হলেন, মৃত- সাহেব মিয়ার পুত্র মিজানুর, মৃত-সোলেমান আলীর পুত্র নুরুন্নবী, মৃত-ফেরমত আলীর পুত্র সামচুল, ফজলুল হকের পুত্র ফারুক মিয়া, মোঃ হোসেন আলীর পুত্র জিয়ারুল, মোঃ দুদু মিয়ার পুত্র আজিজ মিয়া, মোঃ গফ্ফার মিয়ার পুত্র শাকিল মিয়া, মোঃ সাইফুল মিয়ার পুত্র তৌহিদ মিয়া, মোঃ দুলু মিয়ার পুত্র রনি মিয়া এবং মোঃ ফজলু মিয়ার পুত্র শাহিন মিয়া। আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম জানান, জুয়া ও মাদকের বিরুদ্ধে আমাদের এই ধরনের অভিযান নিয়মিত চলবে।