রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৫ অপরাহ্ন
গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জে সরকারী আইন অনুযায়ী লাইসেন্স ছাড়া সার বিক্রয়, অবৈধভাবে মজুদ ও ক্রয় রশিদ না থাকার অভিযোগে সেনাবাহিনীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত সার ও কীটনাশকের দোকানে অভিযান চালিয়ে বিভিন্ন প্রকারের ৪শ’ ৩৪ বস্তা সার ও ৬ হাজার ৮শ’ ৭৭ কেজি ধানের বীজসহ ৫০ হাজার টাকা জরিমানা করেছে । গত মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে গোবিন্দগঞ্জ পৌর শহরের সার ও বীজ পট্টি এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট গোবিন্দগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান। অভিযানে গাইবান্ধা সেনাক্যাম্পের মেজর মোঃ ইনজামামুল আলম, ক্যাপ্টেন ইকরামুল হক, ওয়ারেন্ট অফিসার রাকিবুল আলম ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাদিসুর রহমানসহ সেনাবাহিনীর সদস্যরা এ অভিযানে অংশ নেন।
উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাত ৯টা থেকে ২টা পর্যন্ত গোবিন্দগঞ্জ পৌর বাজারে মেসার্স মাসুদ এন্ড ব্রাদার্স, মেসার্স মদিনা ট্রেডার্স, গীতা সার ঘর, শ্রী অমরেন্দ্র নারায়ন চাকী, মেসার্স জেনিন ট্রেডার্স, মেসার্স রুপালী সার ঘর ও মেসার্স প্রধান কৃষি সম্ভারে অভিযান চালায় সেনাবাহিনী। এসময় ওইসব দোকানে অভিযানে চালিয়ে ৪শ’ ৩৪ বস্তা ইউরিয়া, টিএসপি, ডিএপি ও এমওপি সার এবং ৬ হাজার ৮শ’ ৭৭ কেজি বিভিন্ন প্রকার ধান বীজ জব্দ করা হয়। সেই সাথে অভিযুক্ত ব্যবসায়ীদের ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গোবিন্দগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদি হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত সার ও ধান বীজ সমূহ সরকার নির্ধারিত মূল্যে বিক্রয় করে সমুদয় অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।