মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩০ পূর্বাহ্ন

গোবিন্দগঞ্জে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা ঃ স্বামী গ্রেফতার

গোবিন্দগঞ্জে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা ঃ স্বামী গ্রেফতার

গোবিন্দগঞ্জ প্রতিনিধি : গোবিন্দগঞ্জে এক নারীকে যৌতুকের দাবিতে হত্যার ঘটনায় নিহতের স্বামী বকুল প্রধান (৫২) কে গ্রেফতার করেছে র‌্যাব। গত বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাকে গাজীপুর জেলার কালিয়াকৈরের সফিপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। গতকাল শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সিনি. সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার।
র‌্যাব জানায়, প্রায় ৩০ বছর আগে নিহতের সঙ্গে বকুল প্রধানের বিয়ে হয়। গত ৭ থেকে ৮ বছর ধরে নিহতের বাবার বাড়ির সম্পত্তি বিক্রি করে ২ লাখ টাকা আনার জন্য চাপ দিতে থাকেন। এক পর্যায়ে নিহত নারী তা এনে দিতে অপারগতা প্রকাশ করলে বকুল প্রধান তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে। গত ৬ জুলাই লোহার রড দিয়ে নির্মমভাবে আঘাত করে হত্যা করে বকুল প্রধান ও তার সঙ্গে থাকা লোকজন। পরে নিহতের পরিবার ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে। এরপর নিহতের বাবা গোবিন্দগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। বকুলকে পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com