মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৯ অপরাহ্ন
গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জে মানুষের মাথা সাদৃশ্য একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে পুলিশ।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানার এসআই আখতারুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ গতকাল শনিবার বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের ফকিরগঞ্জ এলাকা থেকে প্রায় ৫ কেজি ওজনের মানুষের মাথা সাদৃশ্য একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে। ভাঙ্গারী ব্যবসায়ী ফকিরগঞ্জ এলাকার সিরাজ ব্যাপারির ছেলে রফিকুল ইসলাম জানান, তিনি ফেরি করে গ্রামে গ্রামে গিয়ে বিভিন্ন ধরনের ভাঙারি মালামাল কিনে থাকেন। গতকাল এক বাড়ি থেকে পাথরের এই মূর্তিটি ভাঙারি হিসেবে কিনেছি। পরে বুঝতে পেরে গত বুধবার বিকেলে আমি নিজেই থানায় খবর দিয়ে পুলিশের হাতে এটা তুলে দেই।
গোবিন্দগঞ্জ থানার এসআই আখতারুজ্জামান জানান, উদ্ধারকৃত পাথরের মূর্তিটি থানায় নিয়ে আসার পর এ বিষয়ে একটি জিডি করা হয়েছে।