মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩৭ পূর্বাহ্ন
গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ দুর্যোগ মোকাবেলায় ঢাকা-রংপুর মহাসড়কের দু’পাশ্বে গোবিন্দগঞ্জ থেকে রংপুর পর্যন্ত প্রায় ৬০ কিলোমিটার এলাকায় ৬০ হাজার তালগাছের চারা ও তালবীজ রোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বেসরকারি সংস্থা নিপো’র বাস্তবায়নে গতকাল বুধবার দুপুরে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার কোমরপুর এলাকায় এই কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক খোরশেদ আলম। এ উদ্বোধন উপলক্ষে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছাড়াও এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইক্ষু গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা জাহিদ হাসান সবুজ, নিপো’র পরিচালক আহমদ উল্লাহ, ছোট নারিচাগাড়ী হাম্মাদিয়া সিনিয়র ফাজিল মাদরাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আব্দুৃর নূর প্রমুখ।