বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫১ পূর্বাহ্ন
গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জ সরকারি কলেজসহ উপজেলার ৪টি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের উদ্যোগে গতকাল বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে গুমের শিকার সকল দলীয় নেতা-কর্মী ও নাগরিকদের মুক্তির দাবি এবং আওয়ামীলীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্মম নির্যাতনে হত্যাকান্ড ও নিপীড়নের ঘটনার বিচারের দাবিতে এক মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
গতকাল গোবিন্দগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গনে বেলা ১১টা থেকে ঘন্টাব্যাপী এ মানববন্ধন পালিত হয়। সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক বিপুল পাঠানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আল আমিন রনি, সদস্য সচিব মনির হোসেন সরকার, যুগ্ন আহ্বায়ক গোবিন্দ কুমার, পৌর ছাত্রদলের আহ্বায়ক খায়রুল ইসলাম, সদস্য সচিব আরিফুল ইসলাম আরিফ, নূর আলম প্রধান, আবু হানিফা আহাদ, জীবন, তুহিন সরকার আহাদ প্রমূখ।