বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২০ অপরাহ্ন
গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি’র (নেসকো) গ্রাহকদের বর্তমান ডিজিটাল মিটার সরিয়ে প্রিপেইড মিটার স্থাপন না করাসহ গ্রাহকদের নানা হয়রানী বন্ধের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
গোবিন্দগঞ্জ পৌর শহরে অবস্থিত নেসকো’র কার্যালয়ের সামনে ঢাকা-দিনাজপুর আঞ্চলিক সড়কে গোবিন্দগঞ্জ বিদ্যুৎ গ্রাহক সমিতি এবং গোবিন্দগঞ্জ নাগরিক কমিটির আয়োজনে গত বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা থেকে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। গোবিন্দগঞ্জ নাগরিক কমিটির আহ্বায়ক এম.এ. মতিন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন যুগ্ন আহ্বায়ক রওশন আলম সরকার, উপজেলা জেএসডি’র সভাপতি আইয়ুব হোসেন সরকার, তাজুল ইসলাম, নাজমুল হোদা প্রধান টুকু, মাসুদুর রহমান মাসুদ, হাসিবুল হক তুষার, শিক্ষক নজরুল ইসলাম, আবুল কাশেম, লুৎফর রহমান, রফিকুল ইসলাম রফিক, আল মামুন মোবারক, শাহাবুবুল আলম মোল্লা মিতু প্রমূখ। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।