মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৯ অপরাহ্ন

গোবিন্দগঞ্জে বাসচাপায় নারী নিহত ছাত্র-জনতার সড়ক অবরোধ

গোবিন্দগঞ্জে বাসচাপায় নারী নিহত ছাত্র-জনতার সড়ক অবরোধ

গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জ মহাসড়কে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় মরিয়ম বেগম নামের এক নারী নিহত হয়েছেন। এ দুর্ঘটনার প্রতিবাদে এবং ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে সড়ক অবরোধ করে স্থানীয় ছাত্র-জনতা।
গতকাল গোবিন্দগঞ্জের পান্তাপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ওই সময় মরিয়ম বেগম রাস্তা পার হচ্ছিলেন। এরই মধ্যে একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
এদিকে এ ঘটনার পরপরই ক্ষুব্ধ হয়ে ওঠেন এলাকাবাসী। এরপর মহাসড়ক অবরোধ করে আন্দোলন শুরু করে ছাত্র-জনতা। পান্তাপাড়ার আশপাশে বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে। এখানে ফুটওভার ব্রিজ না থাকায় প্রায়ই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন পথচারীরা। জরুরি ভিত্তিতে এই স্থানে ফুটওভার ব্রিজ নির্মাণ করতে হবে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালানো হয়। এ দুর্ঘটনায় মরিয়ম বেগম নামের এক নারী নিহত হয়েছেন।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com