বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গোবিন্দগঞ্জে নেসকো’র প্রিপেইড মিটার সংযোগ বন্ধের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
গত বৃহস্পতিবার দুপুর ২টার দিকে গোবিন্দগঞ্জ নাগরিক কমিটি ও বিদ্যুৎ গ্রাহক সমিতির পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানার কাছে এই স্মারকলিপি প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়াকার্স পার্টির উপজেলা শাখার সভাপতি ও গোবিন্দগঞ্জ নাগরিক কমিটির আহ্বায়ক কমরেড এম এ মতিন মোল্লা, উপজেলা সেচ পাম্প মালিক সমিতির সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, উপজেলা দর্জি শ্রমিক ইউনিয়নের নেতা রওশন আলম সরকার, আইয়ুব হোসেন, তাজুল ইসলাম প্রমুখ।