বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫১ পূর্বাহ্ন

গোবিন্দগঞ্জে প্রিপেইড মিটার স্থাপন না করার দাবীতে কর্মসূচি

গোবিন্দগঞ্জে প্রিপেইড মিটার স্থাপন না করার দাবীতে কর্মসূচি

গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি’র (নেসকো) গ্রাহকদের বর্তমান ডিজিটাল মিটার সরিয়ে প্রিপেইড মিটার স্থাপন না করাসহ গ্রাহকদের নানা হয়রানী বন্ধের দাবীতে স্থানীয় বিদ্যুৎ অফিস ঘেরাও কর্মসূচি পালিত হয়েছে।
গোবিন্দগঞ্জ শহীদ মিনার চত্ত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরে অবস্থিত নেসকো’র কার্যালয়ের মূল ফটকের সামনে গিয়ে এ ঘেরাও কর্মসূচি পালিত হয়। গোবিন্দগঞ্জ বিদ্যুৎ গ্রাহক সমিতি এবং গোবিন্দগঞ্জ নাগরিক কমিটির আয়োজনে গতকাল রবিবার দুপুরে এ কর্মসূচি পালন করা হয়। ঘেরাও কর্মসূচি চলাকালে গোবিন্দগঞ্জ নাগরিক কমিটির আহ্বায়ক এম.এ. মতিন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন কৃষক সমিতির কেন্দ্রিয় কমিটির সদস্য তাজুল ইসলাম, উপজেলা জেএসডি’র সভাপতি আইয়ুব হোসেন সরকার, নাগরিক কমিটির যুগ্ন আহ্বায়ক রওশন আলম সরকার, গাইবান্ধা জেলা সেচ পাম্প মালিক সমিতির সভাপতি মাসুদুর রহমান মাসুদ, শিক্ষক নজরুল ইসলাম, উপজেলা সেচ পাম্প মালিক সমিতির সভাপতি আবুল কাশেম, লুৎফর রহমান, রফিকুল ইসলাম রফিক, শাহ আলম সরকার সাজু, আল মামুন মোবারক, শাহাবুবুল আলম মোল্লা মিতু প্রমূখ।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com