সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৮ অপরাহ্ন
গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জের ভাগদরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সম্পা রানী মোহন্তের অবসর জনিত বিদায় অনুষ্ঠান গত বৃহস্পতিবার বিদ্যালয়ের কক্ষে অনুষ্ঠিত হয়। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আবু তারেক মোঃ রওনাক আকতার জাহান, গোবিন্দগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদ রানা। সদর ক্লাস্টারের দ্বায়িত্বরত উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার চয়নিকা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত বিদায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মীর মোঃ শামছুল আলম, সাখাওয়াত হোসেন, আনিছুর রহমান, শুভেন্দু সরকার, আব্দুল্ল্যাহ আল মামুন ও নিলুফার ইয়াছমিন, মঞ্জুরুল হক সেলিম, মির্জা মোঃ শওকত জ্জামান প্রধান, সাজেদুল করিম কাজল, আরিফুন্নাহার জাকিয়া এবং বিদায়ী প্রধান শিক্ষক সম্পা রানী মোহন্ত।