শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০১:৫৭ অপরাহ্ন

গোবিন্দগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মবার্ষিকী পালিত

গোবিন্দগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মবার্ষিকী পালিত

গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ আওয়ামীলীগের সভানেত্রী প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে গতকাল দিনব্যাপী বিভিন্ন কর্মসুচী পালিত হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, মাইকে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ভাষণ প্রচার, কেক কর্তন, আলোচনা সভা, দোয়া মাহফিল, গাছের চারা বিতরণ ও র‌্যালী।
বিকেলে দলীয় কার্যালয়ে কেক কর্তনের পর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ঢাকা থেকে মুঠোফোনে বক্তব্য রাখেন গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য প্রকেশৈলী আলহাজ্ব মনোয়ার হোসেন চৌধুরী। এতে বিশেষ অতিথি ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোবিন্দগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সরকার ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান। উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি প্রধান আতাউর রহমান বাবলুর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মিয়া আসাদুজ্জামান হিরুর পরিচালনায় এ আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি কামারদহ ইউপি চেয়ারম্যান সৈয়দ শরিফুল ইসলাম রতন, প্রচার সম্পাদক নুরে আলম সিদ্দিকী, পৌর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আজম সরকার পপুল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ঠান্ডু, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক জালাল উদ্দিন রুমী, জাতীয় চার নেতা পরিষদের উপজেলা সভাপতি কাজী বজলুর রহমান সিজান, সাবেক ছাত্রলীগ নেতা আলকাস আলী সরদার, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রাজু সরকার, ফরহাদ আলী ও শাকিব খান লেবু, সরকারী কলেজ ছাত্রলীগের আহ্বায়ক শামীম হোসেন প্রধান, স্বেচ্ছাসেবকলীগ নেতা জাহিদ সরদার প্রমুখ। অতিথিবৃন্দ জনগণের মাঝে বিভিন্ন জাতের ৭৩টি ফলজ ও ওষুধী গাছের চারা বিতরণ করেন। শেষে একটি বর্ণাঢ্য র‌্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

Thank you for reading this post, don't forget to subscribe!

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com