সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৫ অপরাহ্ন
গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জে যৌথ বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, ৭টি মোবাইল ফোন ও ১টি ল্যাপটপসহ ২ হ্যাকারকে গ্রেফতার করেছে।
জানা গেছে, গত বৃহস্পতিবার দিবাগত রাতে সেনাবাহিনী গাইবান্ধা ক্যাম্পের একটি দল ও গোবিন্দগঞ্জ থানা পুলিশের সদস্যরা উপজেলার দরবস্ত ইউনিয়নের সাবগছি হাতিয়াদহ গ্রামে অভিযান চালিয়ে চিহ্নিত হ্যাকার মুন্না মিয়া (২২) ও সিরাজুল ইসলামকে (৩৬) গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে হ্যাকিং প্রতারনার কাজে ব্যবহƒত দেশীয় অস্ত্র, ১টি ল্যাপটপ ও ৭টি মোবাইল ফোনসহ ৫টি সীম কার্ড উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মুন্না মিয়া ওই গ্রামের আব্দুর রশিদের ছেলে এবং সিরাজুল ইসলাম একই গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে।
২ হ্যাকারকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি বুলবুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে এবং গ্রেফতারকৃতদেরকে আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে।