শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৪ অপরাহ্ন
গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জে যৌথ বাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের কর্মকর্তারা পৃথক অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জামসহ এক জুয়ারী এবং নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ইউপি মেম্বরকে গ্রেপ্তার করেছে।
জানা গেছে, গোবিন্দগঞ্জ পৌরসভার মতিঝিল সংলগ্ন ড্রেনের ওপরে একটি বাসায় গত বুধবার গভীর রাতে যৌথ বাহিনী অভিযান চালায়। এ সময় অন্যান্য জুয়ারীরা পালিয়ে গেলেও জুয়া পরিচালনাকারী আব্দুল মালেককে জুয়ার সরঞ্জামাদীসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মালেক পৌর এলাকার কালিকাডোবা গ্রামের বাসিন্দা। অপরদিকে, গাইবান্ধা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের একটি দল গত মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে উপজেলার রাজাবিরাট এলাকা থেকে ২শ’৫ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী সাবেক ইউপি মেম্বার আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করে। সে উপজেলার রাজাহার ইউনিয়নের রাজাবিরাট গ্রামের অছিম উদ্দিনের ছেলে। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনা দু’টির বিষয়ে গোবিন্দগঞ্জ থানায় পৃথক দু’টি মামলা দায়ের হয়েছে এবং গ্রেপ্তারকৃতদেরকে আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।