শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৬ অপরাহ্ন
গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জে র্যাব ও পুলিশ পৃথক-পৃথক অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি ফরিদ শেখ (৩৩) ও যুবলীগ নেতা ইউপি মেম্বর মিন্টু মিয়াকে (৪৪) গ্রেফতার করেছে ।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-৩, গাইবান্ধা, র্যাব-১৩, রংপুরের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে গত বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ৮টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের বড়দহ বালুয়াপাড়া গ্রামে আজল হকের চায়ের দোকানের সামনে থেকে ফরিদ শেখকে গ্রেফতার করে। সিপিসি-৩, গাইবান্ধা, র্যাব-১৩, রংপুর এর নায়েব সুবেদার নওশের আলী জানান, পরবর্তীতে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। গ্রেফতারকৃত ফরিদ শেখ উপজেলার হরিরামপুর ইউনিয়নের বড়দহ (বালুয়াপাড়া) গ্রামের শামছুল হকের ছেলে।
অপরদিকে, গোবিন্দগঞ্জ উপজেলা যুবলীগ নেতা কামারদহ ইউপি মেম্বর মিন্টু মিয়াকে গত বৃহস্পতিবার দুপুরে পুলিশ গ্রেফতার করেছে। গোবিন্দগঞ্জ উপজেলা জামায়াত ইসলামীর দলীয় কার্যালয় ভাংচুরের ঘটনায় থানায় তার বিরুদ্ধে মামলা রয়েছে।
২জনের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদেরকে আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।