বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৪ অপরাহ্ন
গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জে রাতের আঁধারে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করা হয়েছে।
গতকাল রাতে উপজেলার রাজাহার ইউনিয়নের রাজাবিরাট আদিবাসীপাড়ায় ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম মন্ডলের পুকুরে এ ঘটনা ঘটে। বিষ প্রয়োগের ফলে পুকুরে প্রায় ৩০ লাখ টাকার মাছ মরে ভেসে উঠেছে বলে থানায় অভিযোগ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যায় ওই পুকুরের দায়িত্বে নিয়োজিত নৈশ্য প্রহরী নজরুল ইসলাম সেখানে না থাকার সুযোগে পূর্ব শত্রুতার জেরে দুর্বৃত্তরা পুকুরে গ্যাস ট্যাবলেট অথবা কীটনাশক প্রয়োগ করে। এতে পুকুরের ৩ লাখ পিস পাঙ্গাস, ১ লাখ পিস রুই ও ৫০ হাজার পিস মৃগেল মাছের পোনা সম্পূর্ণ মরে ভেসে ওঠে। পরে রাত ৮টার দিকে পুকুরে মাছ মরে ভেসে উঠেছে বলে লোকমুখে চেয়ারম্যান রফিকুল ইসলাম জানতে পারেন। শোনার পর তিনি সরেজমিনে গিয়ে পুকুরে মাছ মরে ভেসে ওঠা দেখতে পান। প্রথমে পুকুরে গ্যাসের কারণে মাছ মরে ভেসে উঠছে ধারণা করা হলেও পরে স্থানীয় ভ্যাটেরিনারি চিকিৎসককে দেখিয়ে নিশ্চিত হন পুকুরে গ্যাস ট্যাবলেট অথবা বিষ প্রয়োগের কারণেই সব মাছ মরে ভেসে উঠেছে বলে জানান তিনি।