শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫০ পূর্বাহ্ন
গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জের বর্ধনকুঠি সরোবরো পুকুরে গোসল করতে নেমে শাওন নামের (১৩) এক কিশোরের মৃত্যু হয়েছে। জানা গেছে, গোবিন্দগঞ্জ পৌর শহরের সোনারপাড়া গ্রামের প্রবাসী ছাদেক আলীর ছেলে শাওন মিয়া তার ভাইয়ের সাথে গতকাল রবিবার দুপুর আনুমানিক পৌনে ৩টার দিকে বর্ধনকুঠি সরোবরো পুকুরে গোসল করতে নামে। সাঁতার না জানার কারনে পুকুরের গভীর পানিতে ডুবে শাওন নিখোঁজ হয়। খবর পেয়ে এলাকার লোকজন পুকুরে নেমে অনেক খোঁজাখুঁজির পর তার মরদেহ উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত
ঘোষণা করেন। এ দিকে, শাওনের অকাল মৃত্যুতে ওই পরিবারের সদস্যদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।