রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৮ অপরাহ্ন
গোবিন্দগঞ্জ প্রতিনিধি: গোবিন্দগঞ্জ ডোবার পানিতে পড়ে ফারহান নামে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার উপজেলার কোচাশহর ইউনিয়নের বুনাতলা রতনপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফারহান ওই গ্রামের সৈকত প্রধানের ছেলে।
স্থানীয়রা জানায়, শিশু ফারহান বাড়ির সামনে অন্যদের সঙ্গে খেলার সময় সবার অগোচরে পাশের ডোবার পানিতে পড়ে যায়। পরে তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে ডোবার পানি থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে স্বজনেরা। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কোচাশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহরুল ইসলাম জাহিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিষয়টি অত্যান্ত মর্মান্তিক।