মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৮ পূর্বাহ্ন
গোবিন্দগঞ্জ প্রতিনিধি: গোবিন্দগঞ্জ উপজেলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি নুরুন্নবী ভোলাকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার উপজেলার দরবস্ত ইউনিয়নের মারিয়া কুঠিপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম। তিনি বলেন, একটি মাদক মামলায় আসামি নুরুন্নবী ভোলাকে যাবজ্জীবন সাজা প্রদান করেন আদালতের বিচারক। এসময় আত্মসমর্পন না করে তখন থেকে পলাতক ছিলেন এ আসামি। তাকে গ্রেফতার অভিযান অব্যাহত রাখার একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে নিজ বাড়ি থেকে আসামি ভোলাকে গ্রেফতার করা হয়েছে।